TIN Certificate কি ?
tin certificate bangladesh : ব্যক্তির আয়কর প্রদানের সনদকে - আয়কর সনদ বা TIN Certificate বলে । TIN এর পূর্ণ রূপ হচ্ছে - Texpayer's Identification Number . আর e-TIN এর পূর্ণ রূপ হচ্ছে - Electronic Texpayer's Identification Number . বাংলাদেশের সরকারী কর্মচারীদের মাসিক ১৬,০০০ টাকার বেশি বেতন পেলেই বাধ্যতামূলক ভাবে Tin certificate নিতে হবে ।জানুন Tin Certificate Bangladesh সম্পর্কে
TIN Certificate প্রদানকারী সংস্থা ঃ
TIN Certificate প্রদানকারী সংস্থা হচ্ছে - জাতীয় রাজস্ব বোর্ড । ইংরেজিতে যাকে বলা হয় - National Board of Revenue বা NRB
এই TIN Certificate ছাড়া যে সকল কাজ করতে পারবেন না ঃ
২০১৭-১৮ অর্থ বছরের জাতীয় বাজেটে যে সকল খাতে TIN Certificate বাধ্যতামূলক করা হয়েছে -
- ব্যাংক থেকে ইন্টারন্যাশনাল ডেভিট ও ক্রেডিট কার্ড নিতে
- ব্যাংক থেকে পাঁচ লাখ টাকার অধিক ঋণ নিতে
- আমদানির জন্য ঋণপত্র খুলতে
- এক্সপোর্ট রেজিস্টেশন সার্টিফিকেট পেতে
- আমদানি - রফতানির বিল অফ এন্ট্রির ক্ষেত্রে
- টেন্ডারে অংশ নিতে
- কোম্পানি আইনে নিবন্ধিত কোন ক্লাবের সদস্য হতে হলে
- সাধারন বীমা জরিপ কারি
- সিটি কর্পোরেশন ও জেলা সদরে জমি ও বিল্ডিং ক্রয়- বিক্রয় , পাওয়ার অব এটর্নি হস্তান্তর ও দলিলসহ এক লাখ টাকার চুক্তি নামা করতে
- গাড়ীর মালিকানা পরিবর্তন বা ফিটনেস নবায়ন করতে
- চিকিৎসকদের
- ডেন্টিস্টদের
- আইজীবীদের
- চার্টার্ড একাউন্ট্যান্ট
- সারভেয়ারস
- যে কোন পেশাজীবী সংগঠনের সদস্য হতে হলে
- কাজীদের
- ব্যাবসায়িক সংস্থার সদস্য হতে হলে
- কোন কোম্পানির পরিচালক বা স্পন্সর পরিচালক হতে হলে
- রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ বরাবর ভবন নির্মাণের অনুমোতি নিতে
- লঞ্চ, স্টিমার ও টলারসহ বিভিন্ন জলযানের জরিপ সনদ ও ইন্সোরেন্স করতে বা নবায়ন করেত
- ড্রাগ লাইসেন্স নিতে
- গ্যাসের বানিজ্যিক সংযোগ নিতে
- সিটি ও পোর এলাকায় বিদ্যুতের বানিজ্যিক সংযোগ নিতে
- জেলা পরিবেশ কার্যালয় থেকে ইটভাটার নিতে হলে
- কোম্পানির ডিলারশিপ বা পরিবেশক হতে হলে
- ক্যাটারিং এর ব্যাবসা করতে হলে
- নিরাপত্তা সংস্থা চালাতে হলে
- বিজ্ঞাপনি সংস্থা চালাতে হলে
- জনশক্তি রপ্তানি বা ট্রাভেল ব্যাবসা করতে হলে
- ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যাবসা করতে হলে
- কন্সাল্টেন্সি ফার্ম চালাতে
- ইংলিশ মিডিয়াম স্কুলে সন্তানকে ভর্তি করাতে হলে
- মোবাইল ব্যাংকিং বা ফ্লেক্সজিলোডের ব্যাবসা করতে
- মোবাইল ব্যাংকিং বা ফ্লেক্সজিলোডের ব্যাবসা করতে
fff
ReplyDelete