আপনার ভ্রমণ হোক নিরাপদ ও আনন্দময়

Thursday, October 18, 2018

mrp passport bd নিজের পাসপোর্ট নিজেই করুন

mrp
mrp

mrp passport bd : আপনারা যারা পাসপোর্ট করতে চান তাদেরকে স্বাগতম।এই পোস্টটি পড়ে আপনারা জানতে পারবেন কিভাবে Bangladeshi passport ( MRP ) পাসপোর্ট করতে হয় ।
mrp
 passport bd

একটি ঘোষণাঃ
   
  •  আপনার  জন্মস্থান যে জেলাতে সেই জেলাতেই পাসপোর্টের আবেদন করতে হবে ।
  •  Bangladeshi passport  ফর্ম এর ক্রমিক নং ১ বাংলাতে পূরন করবেন আর বাকি সব ইংরেজিতে বড় হাতের অক্ষরে পূরন করবেন ।
  • জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম সনদ থেকে তথ্য নিবেন ।

১.mrp passport bd আবেদন ফর্ম  সংগ্রহ

অনলাইনে আবেদন করে কোন লাভ নেই ।  আপনার আশে-পাশের যে কোন ফটোকপির দোকান থেকে ২ কপি   পাসপোর্ট ফর্ম সংগ্রহ করুন । ফটোকপির দোকানে না পেলে ট্র্যাভেল অফিস থেকে সংগ্রহ করতে পারবেন ।

২.mrp passport bd পাসপোর্ট সাইজের ছবি ও সত্যায়িত করার নিয়ম ঃ

 passport
Bangladeshi passport form
আপনার সদ্য তোলা পাসপোর্ট সাইজের একটি রঙ্গিন ছবির পিছনে গাম অথবা আঠা লাগিয়ে তীর চিহ্নিত স্থানে ভালো করে লাগিয়ে দিন । আর ছবিটি এমন ভাবে সত্যায়িত করবেন - সত্যায়নকারীর সীল ও স্বাক্ষর অর্ধেক থাকবে ছবির উপর আর বাকি অর্ধেক থাকে ফর্মের উপর ।

৩.mrp passport bangladesh  আবেদনকারীর বয়স ১৫ বৎসরের কম হলে ঃ

mrp passport Bangladesh
Bangladeshi passport form
আবেদনকারীর বয়স যদি ১৫ বৎসরের কম হয় তাহলে তীর চিহ্নিত স্থানে - আবেদনকারীর পিতা ও মাতার ৩০ x ২৫ সাইজের ছবি  ভালো করে গাম বা আঠা দিয়ে  লাগিয়ে সত্যায়িত করতে হবে  । এমন ভাবে সত্যায়িত করবেন - সত্যায়নকারীর সীল ও স্বাক্ষর অর্ধেক থাকবে ছবির উপর আর বাকি অর্ধেক থাকে ফর্মের উপর ।

৪.mrp passport bd আঞ্চলিক পাসপোর্ট  অফিস - নামের খালিঘর কিভাবে পুরন করবেন ঃ

mrp passport bd
Bangladeshi passport form
যে জেলার পাসপোর্ট অফিস থেকে আপনি পাসপোর্ট এর জন্য আবেদন করবেন সে জেলার নাম লিখুন । আপনার বাড়ী যদি সিলেটে হয় , আপনি লিখবেন - SYLHET

৫. mrp passport bangladesh আবেদনের প্রকৃতি  - নামের খালিঘর কিভাবে পূরন করবেন ঃ

Bangladeshi passport
Bangladeshi passport form
  • আপনি প্রথম বারের মত পাসপোর্ট করলে নতুন / New  এর ঘরে ঠিক চিহ্ন দিন ।
  • পুরাতন পাসপোর্ট Renew করার জন্য পুনঃপ্রদান / Reissue এর ঘরে  ঠিক চিহ্ন দিন ।

৬.mrp passport bd  আবেদনকৃত পাসপোর্টের প্রকৃতি - নামের খালিঘর  কিভাবে পূরন করবেন ঃ

mrp passport
  • সকল সাধারন নাগরিক - যাদের সরকারী চাকরি নেই , তারা সাধারন / Ordinary এর ঘরে ঠিক চিহ্ন দিন ।
  • যারা সরকারী চাকুরী জীবি তারা অফিসিয়াল / Official এর ঘরে ঠিক চিহ্ন দিন ।

৭. পাসপোর্ট বিতরণের প্রকৃতি - নামের খালিঘর কিভাবে পূরন করবেন ঃ

Bangladeshi Passport
Bangladeshi passport form
  • আপনার যদি জরুরী না হয় তাহলে সাধারন / Regular ঘরে ঠিক চিহ্ন দিন । ফি লাগবে ৩৪৫০ টাকা । ২১ দিনে প্রদানের কথা কিন্তু ১ মাসের আগে পাওয়া যায়না ।
  • খুব জরুরী হলে জরুরী / Express এর ঘরে ঠিক চিহ্ন দিন । ফি লাগবে ৬৯০০ টাকা । ৭ দিনে ডেলিভারি দেওয়ার কথা কিন্তু ১২-১৫ দিনে পাওয়া যায় ।

৮.mrp passport bangladesh  আবেদনকারীর নাম ( বাংলায় ) -  নামে খালিঘরটি কিভাবে পূরন করবেন ঃ

Bangladeshi Passport
Bangladeshi passport form
বাংলাতে আপনার নাম সু ন্দর করে লিখুন । যেভাবে আপনার জাতীয় পরিচয় পত্রে অথবা জন্ম নিবন্ধন সনদে আছে ।

৯.mrp passport bangladesh  আবেদনকারীর নাম - নামে খালিঘরটি কিভাবে পূরন করবেন ঃ

Bangladeshi passport
mrp passport bd
ইংরেজিতে আপনার নাম  সুন্দর করে লিখুন । বড় হাতের অক্ষরে লিখবেন ।  যেভাবে আপনার জাতীয় পরিচয় পত্রে অথবা জন্ম নিবন্ধন সনদে আছে ।

১০. (mrp passport bd) প্রথম অংশ -  নামে যে খালিঘরটি যেভাবে পূরন করবেনঃ

mrp passport
প্রথম অংশ
আপনার নামের প্রথম অংশ একটি খালি ঘরে একটি করে  অক্ষর দিয়ে পূরন করুন ।

১১. (mrp passport bd) দ্বিতীয় অংশ- নামে যে খালিঘরটি যেভাবে পূরন করবেন ঃ

Bangladeshi Passport
দ্বিতীয় অংশ
আপনার নামের .দ্বিতীয় অংশ একটি খালি ঘরে একটি করে  অক্ষর দিয়ে পূরন করুন ।

১২.  (mrp passport bd) পিতার নাম নামে যে খালিঘরটি যেভাবে পূরন করবেন ঃ

mrp passport bangladesh
পিতার নাম
জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম সনদের সাথে মিলিয়ে আপনার পিতার নাম লিখুন

১৩.  (mrp passport bd)  পেশা - নামে যে খালিঘরটি সেটি যেভাবে পূরন করবেন ঃ

Bagladeshi Passport
পিতার পেশা
আপনার পিতার  পেশা লিখুন । আপনার পিতার পেশা যদি কৃষি কাজ হয় তাহলে লিখুন - FARMER  , ডাক্তার হলে লিখুন - DOCTOR

১৪.  (mrp passport bd)  জাতীয়তা - নামে যে খালিঘরটি আছে সেটি যেভাবে পূরন করবেন ঃ

Bangladeshi Passport
পিতার জাতীয়তা
আপনার বাবার জাতীয়তা লিখুন । আমদের জাতীয়তা হলো বাংলাদেশী । আপনি লিখুন - BANGLADESHI

১৫.  (mrp passport bd)  মাতার নাম - নামে যে খালিঘরটি আছে সেটি যেভাবে পূরন করবেন ঃ

Bangladeshi Passport
মাতার নাম
জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম সনদের সাথে মিলিয়ে আপনার মাতার নাম লিখুন ।

১৬.mrp passport bangladesh form  পেশা - নামে যে খালিঘরটি আছে সেটি যেভাবে পূরন করবেন ঃ

mrp passport
মাতার পেশা
আপনার মাতার পেশা লিখুন । আপনার মা যদি ঘরের কাজে ব্যস্ত থাকেন , তাহলে লিখুন - HOUSEWIFE

১৭mrp passport bangladesh form .জাতীয়তা নামে যে খালিঘরটি আছে সেটি যেভাবে পূরন করবেন ঃ

mrp passport
মাতার জাতীয়তা
আপনার মাতার জাতীয়তা লিখুন । আমদের জাতীয়তা হলো বাংলাদেশী । আপনি লিখুন - BANGLADESHI

১৮. স্বামী/স্ত্রীর - নামে যে খালিঘরটি আছে সেটি যেভাবে পূরন করবেন ঃ

Bangladeshi Passport
স্বামী / স্ত্রীর তথ্য
  • আপনি বিয়ে না করে থাকলে এখানে কিছু লিখতে হবে না ।
  • বিবাহিত পুরুষ হলে আপনার স্ত্রীর নাম , পেশা  ও জাতীয়তা  সুন্দর করে লিখুন  ।
  • আপনি বিবাহিত মহিলা হলে আপনার স্বামীর নাম , পেশা  ও জাতীয়তা  সুন্দর করে লিখুন ।

১৯. অভিভাবকের নাম - নামে যে খালিঘরটি আছে সেটি যেভাবে পূরন করবেন ঃ

Passport Bangladesh
অভিভাবকের তথ্য
  • আপনার বয়স ১৫ বৎসরের বেশি হলে এখানে কিছু লিখতে হবে না ।
  •  বয়স ১৫ বৎসরের কম হলে - আপনার পিতার অথবা মাতার অথবা যে কোন আত্মীয় এর নাম , পেশা ও জাতীয়তা লিখতে হবে ।

২০. বৈবাহিক অবস্থা - নামে যে খালিঘরটি আছে সেটি যেভাবে পূরন করবেন ঃ

bangladeshi passport
বৈবাহিক অবস্থা
  • বিবাহ না করে থাকলে অবিবাহিত এর খালি ঘরে ঠিক চিহ্ন দিন ।
  • বিয়ে  করে থাকলে বিবাহিত এর খালি ঘরে ঠিক চিহ্ন দিন ।
  • আপনার স্বামী / স্ত্রী জীবিত না থাকলে বিপত্নীক / বিধবা এর খালি ঘরে ঠিক চিহ্ন দিন ।
  • তালাক হয়ে থাকলে তালাকপ্রাপ্ত এর খালি ঘরে ঠিক চিহ্ন দিন ।

২১. পেশা - নামে যে খালিঘরটি আছে সেটি যেভাবে পূরন করবেন ঃ

passport Bangladesh
পাসপোর্ট আবেদনকারীর পেশা
এখানে আপনার পেশা লিখুন । ডাক্তার হলে লিখুন - DOCTOR , রঙ এর কাজ করলে লিখুন - PAINTER । কোন কাজ না পারলে লিখুন PRIVET SERVICE ।

২২. অফিসিয়াল পাসপোর্টের ক্ষেত্রে -  নামে যে খালিঘরটি আছে সেটি যেভাবে পূরন করবেন ঃ

Bangladeshi Passport
সরকারী চাকরি জীবিদের জন্য
  • আপনি যদি সরকারী চাকরিজীবি হয়ে তাকেন , তাহলে আপনার অফিসের নাম ও অবসর গ্রহনের তারিখ লিখুন ।
  •  সাধারন মানুষ হলে এই ঘরে কিছু লিখবেন না ।

২৩. জন্মস্থান ( দেশ ও জেলা ) -  নামে যে খালিঘরটি আছে সেটি যেভাবে পূরন করবেন ঃ

mrp passport bangladesh
দেশ ও জেলার নাম
  • দেশের নাম লিখুন - BANGLADESH ।
  • জেলার নাম - আপনার নিজের জেলার নাম লিখুন ।

২৪. জন্ম তারিখ - নামে যে খালিঘরটি আছে সেটি যেভাবে পূরন করবেন ঃ

Bangladeshi Passport
জন্ম তারিখ
জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম সনদ দেখে সাবধানে - আপনার জন্মের দিন , মাস , সাল লিখুন ।
যেমন ঃ 31   12   1982  অথবা   07  01 1990

২৫. লিংগ - নামে যে খালিঘরটি আছে সেটি যেভাবে পূরন করবেন ঃ

mrp passport
লিংগ
  • আপনি পুরুষ হলে - পুরুষ নামে যে খালি ঘর আছে সেটিতে ঠিক চিহ্ন দিন ।
  • মহিলা হলে - মহিলা নামে যে খালি ঘর আছে সেটিতে ঠিক চিহ্ন দিন ।
  • আপনি হিজরা হলে - অন্যান্য নামে যে খালি ঘর আছে সেটিতে ঠিক চিহ্ন দিন ।

২৬. জন্ম সনদ পত্রের নং ও জাতীয় পরিচয় পত্রের নং - নামে যে খালিঘরটি আছে সেটি যেভাবে পূরন করবেন ঃ

bangladeshi passport
জন্ম সনদ অথবা জাতীয় পরিচয় পত্রের নাম্বার
আপনার জন্ম সনদ পত্র অথবা জাতীয় পরিচয় পত্রের নাম্বার সাবধানে লিখুন । যাদের জাতীয় পরিচয় পত্র আছে - তাদেরকে জাতীয় পরিচয় পত্রের নাম্বার দিতে হবে ; জন্ম সনদের নাম্বার দিবেন না ।

২৭. টিআইএন - নামে যে খালিঘরটি আছে সেটি যেভাবে পূরন করবেন ঃ

Bangladeshi Passport
Bangladeshi passport form
আপনি যদি শিল্পপতি বা বড় ব্যাবসায়ি হয়ে থাকেন তাহলে আপনার যে  টিআইএন নাম্বার আছে সেটি  দিতে পারেন । সাধারন মানুষের লাগে না ।

২৮. উচ্চতা  - নামে যে খালিঘরটি আছে সেটি যেভাবে পূরন করবেন ঃ

Bangladeshi Passport
উচ্চতা
আপনার উচ্চতা কত তা সেঃ মিঃ অথবা ইঞ্চি হিসাব করে লিখুন ।
যেমন ঃ আপনার উচ্চতা যদি ৫ ফুট ৬ ইঞ্চি হয় তাহলে ইঞ্চি এর খালিঘরে লিখুন -  66   এবং   সেঃ মিঃ এর খালি ঘরে কিছু লিখবেন না ।

২৯. ধর্ম - নামে যে খালিঘরটি আছে সেটি যেভাবে পূরন করবেন ঃ

mrp passport
ধর্ম
  • আপনি যদি মুসলিম হয়ে থাকেন , তাহলে লিখুন -  ISLAM
  •  হিন্দু হলে লিখুন -  HINDUISM
  • আপনি খৃস্টান হলে লিখুন -   CHRISTIANITY

৩০.  বাংলাদেশী নাগরিকত্বের সূত্র - নামে যে খালিঘরটি আছে সেটি যেভাবে পূরন করবেন ঃ

Bangladeshi Passport
 বাংলাদেশী নাগরিকত্বের সূত্র
এ দেশের মাটিতে আপনার জন্ম হয়ে থাকলে  - জন্ম সূত্রে এর খালিঘরে ঠিক চিহ্ন দিন ।

৩১. দ্বৈত নাগরিকত্ব হলে - নামে যে খালিঘরটি আছে সেটি যেভাবে পূরন করবেন ঃ

mrp passport
দ্বৈত নাগরিকত্ব হলে
আপনার যদি বিদেশি কোন দেশের নাগরিকত্ব থেকে থাকে তাহলে যে দেশ আপনাকে নাগরিকত্ব প্রদান করেছে সে দেশের নাম আর সে দেশের পাসপোর্ট এর নাম্বার দিয়ে খালি ঘর দুটি পূরন করুন ।

৩২. বর্তমান ঠিকানা - নামে যে খালিঘরটি আছে সেটি যেভাবে পূরন করবেন ঃ

mrp passport
বর্তমান ঠিকানা
আপনার জন্ম সনদ অথবা জাতীয় পরিচয় পত্র দেখে সাবধানে বর্তমান ঠিকানার খালিঘর গুলো পূরন করুন ।

৩৩. স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা একই হলে - নামে যে খালিঘরটি আছে সেটি যেভাবে পূরন করবেন ঃ

Bangladeshi Passport
 স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা একই হলে 
আপনার  স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা একই হলে খালি ঘরটিতে ঠিক চিহ্ন দিন । এক্ষেত্রে আপনাকে আর স্থায়ী ঠিকানার ঘরে কিছু লিখতে হবে না ।

৩৪. স্থায়ী ঠিকানা - নামে যে খালিঘরটি আছে সেটি যেভাবে পূরন করবেন ঃ

mrp passport
 স্থায়ী ঠিকানা
  • যাদের স্থায়ী ঠিকানা ও বর্তমান একই তাদের এই স্থায়ী ঠিকানা  ঘরগুলো পূরন করতে হবে না ।
  • আপনার স্থায়ী ঠিকানা ও বর্তমান একই না হলে   - আপনার জন্ম সনদ অথবা জাতীয় পরিচয় পত্র দেখে সাবধানে স্থানীয় ঠিকানার খালিঘর গুলো পূরন করুন ।

৩৫. বৈদেশিক ঠিকানা - নামে যে খালিঘরটি আছে সেটি যেভাবে পূরন করবেন ঃ

Bangladeshi Passport
Bangladeshi passport form
এখানের খালি ঘর গুলোতে কিছু লিখতে হবে না । যারা বিদেশে বাংলাদেশের মিশনে পাসপোর্ট এর জন্য আবেদন করবে - তারা এখানে ঠিকানা লিখবেন ।

৩৬. জরুরী প্রয়োজনে যোগাযোগের জন্য  ব্যাক্তির বিবরণ - নামে যে খালিঘরটি আছে সেটি যেভাবে পূরন করবেন ঃ

passport Bangladesh
জরুরী প্রয়োজনে যোগাযোগের জন্য  ব্যাক্তির বিবরণ
এখানের খালি ঘর গুলো সতর্কতার সাথে পূরন করুন । এখানে আপনার বাবা অথবা মায়ের নাম দিন । যে মোবাইল নাম্বারটি সব সময় খোলা থাকে - সেই মোবাইল নাম্বারটি দিন । এই নাম্বারে থানা থেকে কল আসবে ।

৩৭. পূর্বে প্রদানকৃত পাসপোর্ট নাম্বার - নামে যে খালিঘরটি আছে সেটি যেভাবে পূরন করবেন ঃ

mrp passport
পূর্বে প্রদানকৃত পাসপোর্ট নাম্বার
যারা প্রথম বার পাসপোর্ট এর আবেদন করবেন - তাদেরকে এই ঘরগুলোতে কিছু লিখতে হবে না ।

৩৮.আবেদন পত্রের সাথে সংযুক্ত দলিলাদি -  নামে যে খালিঘরটি আছে সেটি যেভাবে পূরন করবেন ঃ

passport
আবেদন পত্রের সাথে সংযুক্ত দলিলাদি
  • যারা জাতীয় পরিচয় পত্রের ফটোকপি জমা দিবেন - তারা জাতীয় পরিচয় পত্রের ফটোকপি এর খালি ঘরে ঠিক চিহ্ন দিন ।
  • যারা জন্ম সনদ এর ফটোকপি জমা দিবেন -তারা  জন্মনিবন্ধন  সনদ এর ফটোকপি  - এর খালি ঘরে ঠিক চিহ্ন দিন ।

৩৯.  পাসপোর্টের জন্য ফিস জমা সংক্রান্ত তথ্যাবলি -  নামে যে খালিঘরটি আছে সেটি যেভাবে পূরন করবেন ঃ

mrp passport
পাসপোর্টের জন্য ফিস জমা সংক্রান্ত তথ্যাবলি
  • যে ব্যাংকে পাসপোর্টের ফিস জমা দিবেন - সে ব্যাংক এর নাম লিখুন ।
  • টাকার পরিমান লিখুন ।
  • ব্যাংকের শাখার নাম লিখুন ।
  • টাকা জমার রশিদের নাম্বার লিখুন ।
  • যে তারিখে টাকা জমা দিছেন - সে তারিখ লিখুন ।

৪০. অংগীকার নামা - নামে যে খালিঘরটি আছে সেটি যেভাবে পূরন করবেন ঃ

passport
 অংগীকার নামা
  • তারিখ এর খালি জায়গায় - তারিখ লিখুন ।
  • সাক্ষর করার জায়গায় - আপনার সাক্ষর দিন ।

৪১. প্রত্যয়ন পত্র - নামে যে খালিঘরটি আছে সেটি যেভাবে পূরন করবেন ঃ

mrp passport
প্রত্যয়ন পত্র
  • যাকে দিয়ে  সত্যায়ন করাবেন - তার ঠিকানা ও জাতীয় পরিচয় পত্রের নাম্বার ।
  • সাক্ষর করার জায়গায় প্রথমে সীল - তারপর সীলের উপর সাক্ষর ।
  • তারিখের জায়গায় তারিখ ।

নোট ঃ কাউন্সিলর অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে দিয়ে সত্যায়িত করালে পুলিশ ভেরিফিকেশনে সুবিধা পাওয়া যায় ।

শেষ কথা ঃ

একই ভাবে ২ টি আবেদন পত্র পূরন করতে হবে । 

Bangladeshi passport আবেদন পত্রের সাথে কি কি প্রমান পত্র জমা দিতে হবেঃ

  1. নাগরিকত্বের সনদের সত্যায়িত ফটোকপি  ।
  2. জাতীয় পরিচয় পত্রের  সত্যায়িত ফটোকপি ২ টি  অথবা জন্মনিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি ২ টি ।
  3. বিদ্যুৎ বিলের সত্যায়িত ফটোকপি ।
  4. পিতা - মাতার জাতীয় পরিচয় পত্রের  সত্যায়িত ফটোকপি   অথবা জন্মনিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি  ।
Share:

1 comment:

  1. Buy all Countries Editable Passport, Drivers License, ID Cards PSD Templates and learn more about Website development with zero Coding experience.
    https://all-in-one.store/

    ReplyDelete

FACEBOOK LIKE BOX

Total Pageviews

Recent Posts

[3,recent-posts]