|
mrp |
mrp passport bd : আপনারা যারা পাসপোর্ট করতে চান তাদেরকে স্বাগতম।এই পোস্টটি পড়ে আপনারা জানতে পারবেন কিভাবে Bangladeshi passport ( MRP ) পাসপোর্ট করতে হয় ।
|
passport bd |
একটি ঘোষণাঃ
- আপনার জন্মস্থান যে জেলাতে সেই জেলাতেই পাসপোর্টের আবেদন করতে হবে ।
- Bangladeshi passport ফর্ম এর ক্রমিক নং ১ বাংলাতে পূরন করবেন আর বাকি সব ইংরেজিতে বড় হাতের অক্ষরে পূরন করবেন ।
- জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম সনদ থেকে তথ্য নিবেন ।
১.mrp passport bd আবেদন ফর্ম সংগ্রহ
অনলাইনে আবেদন করে কোন লাভ নেই । আপনার আশে-পাশের যে কোন ফটোকপির দোকান থেকে ২ কপি পাসপোর্ট ফর্ম সংগ্রহ করুন । ফটোকপির দোকানে না পেলে ট্র্যাভেল অফিস থেকে সংগ্রহ করতে পারবেন ।
২.mrp passport bd পাসপোর্ট সাইজের ছবি ও সত্যায়িত করার নিয়ম ঃ
|
Bangladeshi passport form |
আপনার সদ্য তোলা পাসপোর্ট সাইজের একটি রঙ্গিন ছবির পিছনে গাম অথবা আঠা লাগিয়ে তীর চিহ্নিত স্থানে ভালো করে লাগিয়ে দিন । আর ছবিটি এমন ভাবে সত্যায়িত করবেন - সত্যায়নকারীর সীল ও স্বাক্ষর অর্ধেক থাকবে ছবির উপর আর বাকি অর্ধেক থাকে ফর্মের উপর ।
৩.mrp passport bangladesh আবেদনকারীর বয়স ১৫ বৎসরের কম হলে ঃ
|
Bangladeshi passport form |
আবেদনকারীর বয়স যদি ১৫ বৎসরের কম হয় তাহলে তীর চিহ্নিত স্থানে - আবেদনকারীর পিতা ও মাতার ৩০ x ২৫ সাইজের ছবি ভালো করে গাম বা আঠা দিয়ে লাগিয়ে সত্যায়িত করতে হবে । এমন ভাবে সত্যায়িত করবেন - সত্যায়নকারীর সীল ও স্বাক্ষর অর্ধেক থাকবে ছবির উপর আর বাকি অর্ধেক থাকে ফর্মের উপর ।
৪.mrp passport bd আঞ্চলিক পাসপোর্ট অফিস - নামের খালিঘর কিভাবে পুরন করবেন ঃ
|
Bangladeshi passport form |
যে জেলার পাসপোর্ট অফিস থেকে আপনি পাসপোর্ট এর জন্য আবেদন করবেন সে জেলার নাম লিখুন । আপনার বাড়ী যদি সিলেটে হয় , আপনি লিখবেন - SYLHET
৫. mrp passport bangladesh আবেদনের প্রকৃতি - নামের খালিঘর কিভাবে পূরন করবেন ঃ
|
Bangladeshi passport form |
- আপনি প্রথম বারের মত পাসপোর্ট করলে নতুন / New এর ঘরে ঠিক চিহ্ন দিন ।
- পুরাতন পাসপোর্ট Renew করার জন্য পুনঃপ্রদান / Reissue এর ঘরে ঠিক চিহ্ন দিন ।
৬.mrp passport bd আবেদনকৃত পাসপোর্টের প্রকৃতি - নামের খালিঘর কিভাবে পূরন করবেন ঃ
- সকল সাধারন নাগরিক - যাদের সরকারী চাকরি নেই , তারা সাধারন / Ordinary এর ঘরে ঠিক চিহ্ন দিন ।
- যারা সরকারী চাকুরী জীবি তারা অফিসিয়াল / Official এর ঘরে ঠিক চিহ্ন দিন ।
৭. পাসপোর্ট বিতরণের প্রকৃতি - নামের খালিঘর কিভাবে পূরন করবেন ঃ
|
Bangladeshi passport form |
- আপনার যদি জরুরী না হয় তাহলে সাধারন / Regular ঘরে ঠিক চিহ্ন দিন । ফি লাগবে ৩৪৫০ টাকা । ২১ দিনে প্রদানের কথা কিন্তু ১ মাসের আগে পাওয়া যায়না ।
- খুব জরুরী হলে জরুরী / Express এর ঘরে ঠিক চিহ্ন দিন । ফি লাগবে ৬৯০০ টাকা । ৭ দিনে ডেলিভারি দেওয়ার কথা কিন্তু ১২-১৫ দিনে পাওয়া যায় ।
৮.mrp passport bangladesh আবেদনকারীর নাম ( বাংলায় ) - নামে খালিঘরটি কিভাবে পূরন করবেন ঃ
|
Bangladeshi passport form |
বাংলাতে আপনার নাম সু ন্দর করে লিখুন । যেভাবে আপনার জাতীয় পরিচয় পত্রে অথবা জন্ম নিবন্ধন সনদে আছে ।
৯.mrp passport bangladesh আবেদনকারীর নাম - নামে খালিঘরটি কিভাবে পূরন করবেন ঃ
|
mrp passport bd |
ইংরেজিতে আপনার নাম সুন্দর করে লিখুন । বড় হাতের অক্ষরে লিখবেন । যেভাবে আপনার জাতীয় পরিচয় পত্রে অথবা জন্ম নিবন্ধন সনদে আছে ।
১০. (mrp passport bd) প্রথম অংশ - নামে যে খালিঘরটি যেভাবে পূরন করবেনঃ
|
প্রথম অংশ |
আপনার নামের প্রথম অংশ একটি খালি ঘরে একটি করে অক্ষর দিয়ে পূরন করুন ।
১১. (mrp passport bd) দ্বিতীয় অংশ- নামে যে খালিঘরটি যেভাবে পূরন করবেন ঃ
|
দ্বিতীয় অংশ |
আপনার নামের .দ্বিতীয় অংশ একটি খালি ঘরে একটি করে অক্ষর দিয়ে পূরন করুন ।
১২. (mrp passport bd) পিতার নাম নামে যে খালিঘরটি যেভাবে পূরন করবেন ঃ
|
পিতার নাম |
জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম সনদের সাথে মিলিয়ে আপনার পিতার নাম লিখুন
১৩. (mrp passport bd) পেশা - নামে যে খালিঘরটি সেটি যেভাবে পূরন করবেন ঃ
|
পিতার পেশা |
আপনার পিতার পেশা লিখুন । আপনার পিতার পেশা যদি কৃষি কাজ হয় তাহলে লিখুন - FARMER , ডাক্তার হলে লিখুন - DOCTOR
১৪. (mrp passport bd) জাতীয়তা - নামে যে খালিঘরটি আছে সেটি যেভাবে পূরন করবেন ঃ
|
পিতার জাতীয়তা |
আপনার বাবার জাতীয়তা লিখুন । আমদের জাতীয়তা হলো বাংলাদেশী । আপনি লিখুন - BANGLADESHI
১৫. (mrp passport bd) মাতার নাম - নামে যে খালিঘরটি আছে সেটি যেভাবে পূরন করবেন ঃ
|
মাতার নাম |
জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম সনদের সাথে মিলিয়ে আপনার মাতার নাম লিখুন ।
১৬.mrp passport bangladesh form পেশা - নামে যে খালিঘরটি আছে সেটি যেভাবে পূরন করবেন ঃ
|
মাতার পেশা |
আপনার মাতার পেশা লিখুন । আপনার মা যদি ঘরের কাজে ব্যস্ত থাকেন , তাহলে লিখুন - HOUSEWIFE
১৭mrp passport bangladesh form .জাতীয়তা নামে যে খালিঘরটি আছে সেটি যেভাবে পূরন করবেন ঃ
|
মাতার জাতীয়তা |
আপনার মাতার জাতীয়তা লিখুন । আমদের জাতীয়তা হলো বাংলাদেশী । আপনি লিখুন - BANGLADESHI
১৮. স্বামী/স্ত্রীর - নামে যে খালিঘরটি আছে সেটি যেভাবে পূরন করবেন ঃ
|
স্বামী / স্ত্রীর তথ্য |
- আপনি বিয়ে না করে থাকলে এখানে কিছু লিখতে হবে না ।
- বিবাহিত পুরুষ হলে আপনার স্ত্রীর নাম , পেশা ও জাতীয়তা সুন্দর করে লিখুন ।
- আপনি বিবাহিত মহিলা হলে আপনার স্বামীর নাম , পেশা ও জাতীয়তা সুন্দর করে লিখুন ।
১৯. অভিভাবকের নাম - নামে যে খালিঘরটি আছে সেটি যেভাবে পূরন করবেন ঃ
|
অভিভাবকের তথ্য |
- আপনার বয়স ১৫ বৎসরের বেশি হলে এখানে কিছু লিখতে হবে না ।
- বয়স ১৫ বৎসরের কম হলে - আপনার পিতার অথবা মাতার অথবা যে কোন আত্মীয় এর নাম , পেশা ও জাতীয়তা লিখতে হবে ।
২০. বৈবাহিক অবস্থা - নামে যে খালিঘরটি আছে সেটি যেভাবে পূরন করবেন ঃ
|
বৈবাহিক অবস্থা |
- বিবাহ না করে থাকলে অবিবাহিত এর খালি ঘরে ঠিক চিহ্ন দিন ।
- বিয়ে করে থাকলে বিবাহিত এর খালি ঘরে ঠিক চিহ্ন দিন ।
- আপনার স্বামী / স্ত্রী জীবিত না থাকলে বিপত্নীক / বিধবা এর খালি ঘরে ঠিক চিহ্ন দিন ।
- তালাক হয়ে থাকলে তালাকপ্রাপ্ত এর খালি ঘরে ঠিক চিহ্ন দিন ।
২১. পেশা - নামে যে খালিঘরটি আছে সেটি যেভাবে পূরন করবেন ঃ
|
পাসপোর্ট আবেদনকারীর পেশা |
এখানে আপনার পেশা লিখুন । ডাক্তার হলে লিখুন - DOCTOR , রঙ এর কাজ করলে লিখুন - PAINTER । কোন কাজ না পারলে লিখুন PRIVET SERVICE ।
২২. অফিসিয়াল পাসপোর্টের ক্ষেত্রে - নামে যে খালিঘরটি আছে সেটি যেভাবে পূরন করবেন ঃ
|
সরকারী চাকরি জীবিদের জন্য |
- আপনি যদি সরকারী চাকরিজীবি হয়ে তাকেন , তাহলে আপনার অফিসের নাম ও অবসর গ্রহনের তারিখ লিখুন ।
- সাধারন মানুষ হলে এই ঘরে কিছু লিখবেন না ।
২৩. জন্মস্থান ( দেশ ও জেলা ) - নামে যে খালিঘরটি আছে সেটি যেভাবে পূরন করবেন ঃ
|
দেশ ও জেলার নাম |
- দেশের নাম লিখুন - BANGLADESH ।
- জেলার নাম - আপনার নিজের জেলার নাম লিখুন ।
২৪. জন্ম তারিখ - নামে যে খালিঘরটি আছে সেটি যেভাবে পূরন করবেন ঃ
|
জন্ম তারিখ |
জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম সনদ দেখে সাবধানে - আপনার জন্মের দিন , মাস , সাল লিখুন ।
যেমন ঃ 31 12 1982 অথবা 07 01 1990
২৫. লিংগ - নামে যে খালিঘরটি আছে সেটি যেভাবে পূরন করবেন ঃ
|
লিংগ |
- আপনি পুরুষ হলে - পুরুষ নামে যে খালি ঘর আছে সেটিতে ঠিক চিহ্ন দিন ।
- মহিলা হলে - মহিলা নামে যে খালি ঘর আছে সেটিতে ঠিক চিহ্ন দিন ।
- আপনি হিজরা হলে - অন্যান্য নামে যে খালি ঘর আছে সেটিতে ঠিক চিহ্ন দিন ।
২৬. জন্ম সনদ পত্রের নং ও জাতীয় পরিচয় পত্রের নং - নামে যে খালিঘরটি আছে সেটি যেভাবে পূরন করবেন ঃ
|
জন্ম সনদ অথবা জাতীয় পরিচয় পত্রের নাম্বার |
আপনার জন্ম সনদ পত্র অথবা জাতীয় পরিচয় পত্রের নাম্বার সাবধানে লিখুন । যাদের জাতীয় পরিচয় পত্র আছে - তাদেরকে জাতীয় পরিচয় পত্রের নাম্বার দিতে হবে ; জন্ম সনদের নাম্বার দিবেন না ।
২৭. টিআইএন - নামে যে খালিঘরটি আছে সেটি যেভাবে পূরন করবেন ঃ
|
Bangladeshi passport form |
আপনি যদি শিল্পপতি বা বড় ব্যাবসায়ি হয়ে থাকেন তাহলে আপনার যে টিআইএন নাম্বার আছে সেটি দিতে পারেন । সাধারন মানুষের লাগে না ।
২৮. উচ্চতা - নামে যে খালিঘরটি আছে সেটি যেভাবে পূরন করবেন ঃ
|
উচ্চতা |
আপনার উচ্চতা কত তা সেঃ মিঃ অথবা ইঞ্চি হিসাব করে লিখুন ।
যেমন ঃ আপনার উচ্চতা যদি ৫ ফুট ৬ ইঞ্চি হয় তাহলে
ইঞ্চি এর খালিঘরে লিখুন - 66 এবং
সেঃ মিঃ এর খালি ঘরে কিছু লিখবেন না ।
২৯. ধর্ম - নামে যে খালিঘরটি আছে সেটি যেভাবে পূরন করবেন ঃ
|
ধর্ম |
- আপনি যদি মুসলিম হয়ে থাকেন , তাহলে লিখুন - ISLAM
- হিন্দু হলে লিখুন - HINDUISM
- আপনি খৃস্টান হলে লিখুন - CHRISTIANITY
৩০. বাংলাদেশী নাগরিকত্বের সূত্র - নামে যে খালিঘরটি আছে সেটি যেভাবে পূরন করবেন ঃ
|
বাংলাদেশী নাগরিকত্বের সূত্র |
এ দেশের মাটিতে আপনার জন্ম হয়ে থাকলে -
জন্ম সূত্রে এর খালিঘরে ঠিক চিহ্ন দিন ।
৩১. দ্বৈত নাগরিকত্ব হলে - নামে যে খালিঘরটি আছে সেটি যেভাবে পূরন করবেন ঃ
|
দ্বৈত নাগরিকত্ব হলে |
আপনার যদি বিদেশি কোন দেশের নাগরিকত্ব থেকে থাকে তাহলে যে দেশ আপনাকে নাগরিকত্ব প্রদান করেছে সে দেশের নাম আর সে দেশের পাসপোর্ট এর নাম্বার দিয়ে খালি ঘর দুটি পূরন করুন ।
৩২. বর্তমান ঠিকানা - নামে যে খালিঘরটি আছে সেটি যেভাবে পূরন করবেন ঃ
|
বর্তমান ঠিকানা |
আপনার জন্ম সনদ অথবা জাতীয় পরিচয় পত্র দেখে সাবধানে
বর্তমান ঠিকানার খালিঘর গুলো পূরন করুন ।
৩৩. স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা একই হলে - নামে যে খালিঘরটি আছে সেটি যেভাবে পূরন করবেন ঃ
|
স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা একই হলে |
আপনার স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা একই হলে খালি ঘরটিতে ঠিক চিহ্ন দিন । এক্ষেত্রে আপনাকে আর স্থায়ী ঠিকানার ঘরে কিছু লিখতে হবে না ।
৩৪. স্থায়ী ঠিকানা - নামে যে খালিঘরটি আছে সেটি যেভাবে পূরন করবেন ঃ
|
স্থায়ী ঠিকানা |
- যাদের স্থায়ী ঠিকানা ও বর্তমান একই তাদের এই স্থায়ী ঠিকানা ঘরগুলো পূরন করতে হবে না ।
- আপনার স্থায়ী ঠিকানা ও বর্তমান একই না হলে - আপনার জন্ম সনদ অথবা জাতীয় পরিচয় পত্র দেখে সাবধানে স্থানীয় ঠিকানার খালিঘর গুলো পূরন করুন ।
৩৫. বৈদেশিক ঠিকানা - নামে যে খালিঘরটি আছে সেটি যেভাবে পূরন করবেন ঃ
|
Bangladeshi passport form |
এখানের খালি ঘর গুলোতে কিছু লিখতে হবে না । যারা বিদেশে বাংলাদেশের মিশনে পাসপোর্ট এর জন্য আবেদন করবে - তারা এখানে ঠিকানা লিখবেন ।
৩৬. জরুরী প্রয়োজনে যোগাযোগের জন্য ব্যাক্তির বিবরণ - নামে যে খালিঘরটি আছে সেটি যেভাবে পূরন করবেন ঃ
|
জরুরী প্রয়োজনে যোগাযোগের জন্য ব্যাক্তির বিবরণ |
এখানের খালি ঘর গুলো সতর্কতার সাথে পূরন করুন । এখানে আপনার বাবা অথবা মায়ের নাম দিন । যে মোবাইল নাম্বারটি সব সময় খোলা থাকে - সেই মোবাইল নাম্বারটি দিন । এই নাম্বারে থানা থেকে কল আসবে ।
৩৭. পূর্বে প্রদানকৃত পাসপোর্ট নাম্বার - নামে যে খালিঘরটি আছে সেটি যেভাবে পূরন করবেন ঃ
|
পূর্বে প্রদানকৃত পাসপোর্ট নাম্বার |
যারা প্রথম বার পাসপোর্ট এর আবেদন করবেন - তাদেরকে এই ঘরগুলোতে কিছু লিখতে হবে না ।
৩৮.আবেদন পত্রের সাথে সংযুক্ত দলিলাদি - নামে যে খালিঘরটি আছে সেটি যেভাবে পূরন করবেন ঃ
|
আবেদন পত্রের সাথে সংযুক্ত দলিলাদি |
- যারা জাতীয় পরিচয় পত্রের ফটোকপি জমা দিবেন - তারা জাতীয় পরিচয় পত্রের ফটোকপি এর খালি ঘরে ঠিক চিহ্ন দিন ।
- যারা জন্ম সনদ এর ফটোকপি জমা দিবেন -তারা জন্মনিবন্ধন সনদ এর ফটোকপি - এর খালি ঘরে ঠিক চিহ্ন দিন ।
৩৯. পাসপোর্টের জন্য ফিস জমা সংক্রান্ত তথ্যাবলি - নামে যে খালিঘরটি আছে সেটি যেভাবে পূরন করবেন ঃ
|
পাসপোর্টের জন্য ফিস জমা সংক্রান্ত তথ্যাবলি |
- যে ব্যাংকে পাসপোর্টের ফিস জমা দিবেন - সে ব্যাংক এর নাম লিখুন ।
- টাকার পরিমান লিখুন ।
- ব্যাংকের শাখার নাম লিখুন ।
- টাকা জমার রশিদের নাম্বার লিখুন ।
- যে তারিখে টাকা জমা দিছেন - সে তারিখ লিখুন ।
৪০. অংগীকার নামা - নামে যে খালিঘরটি আছে সেটি যেভাবে পূরন করবেন ঃ
|
অংগীকার নামা |
- তারিখ এর খালি জায়গায় - তারিখ লিখুন ।
- সাক্ষর করার জায়গায় - আপনার সাক্ষর দিন ।
৪১. প্রত্যয়ন পত্র - নামে যে খালিঘরটি আছে সেটি যেভাবে পূরন করবেন ঃ
|
প্রত্যয়ন পত্র |
- যাকে দিয়ে সত্যায়ন করাবেন - তার ঠিকানা ও জাতীয় পরিচয় পত্রের নাম্বার ।
- সাক্ষর করার জায়গায় প্রথমে সীল - তারপর সীলের উপর সাক্ষর ।
- তারিখের জায়গায় তারিখ ।
নোট ঃ কাউন্সিলর অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে দিয়ে সত্যায়িত করালে পুলিশ ভেরিফিকেশনে সুবিধা পাওয়া যায় ।
শেষ কথা ঃ
একই ভাবে ২ টি আবেদন পত্র পূরন করতে হবে ।
Bangladeshi passport আবেদন পত্রের সাথে কি কি প্রমান পত্র জমা দিতে হবেঃ
- নাগরিকত্বের সনদের সত্যায়িত ফটোকপি ।
- জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি ২ টি অথবা জন্মনিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি ২ টি ।
- বিদ্যুৎ বিলের সত্যায়িত ফটোকপি ।
- পিতা - মাতার জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি অথবা জন্মনিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপি ।
Buy all Countries Editable Passport, Drivers License, ID Cards PSD Templates and learn more about Website development with zero Coding experience.
ReplyDeletehttps://all-in-one.store/