সিলেট ভ্রমণ
sylhet tourist spot madhabkunda waterfall sylhet : প্রাকৃতিক অপূর্ব সৌন্দর্যের লীলা ভূমি ,দুটি পাতা একটি কুড়ি , হযরত শাহজালাল (র:) ও শাহপরান (র:) এর পবিত্র জমিন , সবুজ চা বাগান পরিবেষ্টিত হাসন রাজা আর বাউল সম্রাট শাহ আব্দুল করিমের পুণ্য ভূমি আমাদের প্রিয় সিলেটের Madhabkunda Eco Park এ আপনাকে স্বাগতম | Madhabkunda Eco Park সবচেয়ে বেশি পরিচিত মাধবকুণ্ড ঝর্ণা বা মাধবকুণ্ড জলপ্রপাত নামে
সবাই বলে অনেক tourist spot রয়েছে সিলেটে আর আমি বলি পুরো সিলেট এলাকাটায় হচ্ছে - sylhet tourist spot | সিলেটের পিকনিক স্পটের বর্ণনা পৃথক পৃথক ভাবে দেওয়া আমার পক্ষে সম্ভব নয় তবু লেখার সুবিধার্থে ও ভ্রমণ পিপাসীদের কথা মাথায় রেখে পর্ব আকারে সিলেট ভ্রমণ শিরোনামে লেখা শুরু করলাম | আমার লেখার কোথাও ভুল ভ্রান্তি পরিলক্ষিত হলে কমেন্ট করে জানিয়ে দিবেন আর আমার তথ্যর সাথে কোন প্রকারের গরমিল বা আপনাদের কাছে sylhet tourist spot সম্পর্কে নতুন কোন তথ্য থাকলে তা আমাকে ইমেইল করে বা কমেন্ট করে জানিয়ে দিবেন | আজকে আমি sylhet tourist spot madhabkunda waterfall sylhet নামে প্রথম পর্ব আপনাদের সামনে তুলে ধরলাম |
সবাই বলে অনেক tourist spot রয়েছে সিলেটে আর আমি বলি পুরো সিলেট এলাকাটায় হচ্ছে - sylhet tourist spot | সিলেটের পিকনিক স্পটের বর্ণনা পৃথক পৃথক ভাবে দেওয়া আমার পক্ষে সম্ভব নয় তবু লেখার সুবিধার্থে ও ভ্রমণ পিপাসীদের কথা মাথায় রেখে পর্ব আকারে সিলেট ভ্রমণ শিরোনামে লেখা শুরু করলাম | আমার লেখার কোথাও ভুল ভ্রান্তি পরিলক্ষিত হলে কমেন্ট করে জানিয়ে দিবেন আর আমার তথ্যর সাথে কোন প্রকারের গরমিল বা আপনাদের কাছে sylhet tourist spot সম্পর্কে নতুন কোন তথ্য থাকলে তা আমাকে ইমেইল করে বা কমেন্ট করে জানিয়ে দিবেন | আজকে আমি sylhet tourist spot madhabkunda waterfall sylhet নামে প্রথম পর্ব আপনাদের সামনে তুলে ধরলাম |
sylhet tourist spot madhabkunda waterfall
মাধবকুণ্ড প্রাকৃতিক জলপ্রপাত পর্ব ১
madhabkunda eco park : মাধবকুণ্ড ঝর্ণা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ও প্রাকৃতিক জলপ্রপাত | নিচে মাধবকুণ্ড ঝর্ণার একটি ছবি দিলাম
মাধবকুণ্ড ঝর্ণা |
মাধবকুণ্ড জলপ্রপাত |
মাধবকুণ্ড ঝর্ণা |
বর্ষা কালে নদীতে যে রকম পানি থৈ থৈ করে ; তেমনি মাধবকুণ্ড ঝর্ণাতে পানি হইচই করে
Madhabkunda Waterfall Sylhet দেখতে কখন আসবঃ
মাধবকুণ্ড প্রাকৃতিক জলপ্রপাতের আসল সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপনাকে বর্ষা কালেই আসতে হবে |
এখন আপনার প্রশ্ন হলো কিভাবে আসব ? আমার প্রশ্ন হলো কোথা থেকে আসবেন ? তারও আগে জেনে নিন মাধবকুণ্ড জলপ্রপাত বা sylhet tourist spot madhabkund waterfall কোথায় অবস্থিত |
মাধবকুণ্ড জলপ্রপাত কোথায় ঃ সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ৮ নং দক্ষিণ ভাগ ( উত্তর ) ইউনিয়নে মাধবকুণ্ড জলপ্রপাত অবস্থিত |
সড়ক পথে কিভাবে মাধবকুণ্ড জলপ্রপাত দেখতে আসবেন ঃ
খুব সহজ- আপনারা যদি দল বেঁধে বাস ,মাইক্রোবাস বা অন্য কোন বড় গাড়ী নিয়ে সড়ক পথে আসেন তাহলে দু'ভাবে আসতে পারেন |১* ঢাকা থেকে মৌলভীবাজার এসে চাঁদনী ঘাট হয়ে রাজনগরের চা বাগান ( tea garden ) দেখতে দেখতে কুলাউড়া উপজেলা পার হয়ে জুড়ী উপজেলা মারিয়ে কাঁঠালতলী বাজারে আসবেন ( কাঁঠালতলী বাজার পর্যন্ত আসা অব্দি মেইন রোড কখনো ছাড়বেন না )
কাঁঠালতলী বাজার থেকে ডানে মোড় নিয়ে এক রাস্তা ধরে ৩ কিঃ মিঃ গেলেই আপনার প্রিয় মাধবকুণ্ড ঝর্ণার প্রবেশ গেইট দেখতে পারবেন |২* ঢাকা থেকে সিলেট হয়ে গোলাপগঞ্জ উপজেলার গ্যাস ফিল্ড দেখতে দেখতে চোরখাই এসে সোজা পথ ধরে শেওলা ব্রিজ পার হয়ে ডানে মোড় নিয়ে বিয়ানীবাজার ও বড়লেখা উপজেলা পার হয়ে কাঁঠালতলী বাজারে এসে বামে মোড় নিয়ে এক রাস্তা ধরে ৩ কিঃ মিঃ গেলেই আপনার প্রিয় মাধবকুণ্ড ঝর্ণার প্রবেশ গেইট দেখতে পারবেন |
প্রবেশ গেইট |
ট্রেনে কিভাবে মাধবকুণ্ড জলপ্রপাত দেখতে আসবেন ঃ
ঢাকা কমলাপুর ,বিমানবন্দর অথবা টঙ্গী থেকে পারাবত , জয়ন্তিকা কালনি এক্সপ্রেক্স ট্রেনে চড়ে জানালার বাতাস আর বুট - বাদাম খেতে খেতে প্রথম আলো পত্রিকা কিংবা NEWS TODAY পরতে পরতে কুলাউড়া ষ্টেশনে নেমে একটা CNG ৫০০ - ৭০০ টাকায় রিজার্ভ করে সরাসরি মাধবকুণ্ড ঝর্ণার প্রবেশ গেইটে পৌঁছে যান ( যদি সকালে আসেন তবে আর যদি রাত্রে আসেন তখন কুলাউড়ায় ভালো মানের কয়েকটা আবাসিক হোটেল আছে সেখানে রাত্রি যাপন করে কিংবা বড়লেখায় হোটেলে রাতটা কোনমতে কাটিয়ে সকালে যাবেন | )
সড়ক পথ ঃ
ঢাকা যাত্রাবাড়ী , সায়দাবাদ অথবা ফকিরাপুল থেকে রূপসী বাংলা , শ্যামলী পরিবহন , এনা ট্রান্সপোর্ট কিংবা মা পরিবহন দিয়ে বড়লেখায় আসবেন | টিকেটের মূল্য জন প্রতি ৫০০ টাকা | এরপর বাস থেকে নেমে বৈশাখী হোটেল অথবা ফাল্গুনী হোটেলে ফ্রেশ হয়ে ৩০০ -৫০০ টাকায় CNG রিজার্ভ করে সরাসরি মাধবকুণ্ড ঝর্ণার প্রবেশ গেইটে পৌঁছে যান ( যদি সকালে আসেন তবে আর যদি রাত্রে আসেন তখন বড়লেখায় হোটেলে রাতটা কোনমতে কাটিয়ে সকালে যাবেন | )
আকাশ পথ ঃ
আমি কখনো আসিনি তাই অভিজ্ঞতা নাই তবে আসা যায় |
থাকবেন কোথায় ঃ
বড়লেখায় ভালো মানের কোন আবাসিক হোটেল নেই | হোটেল আমিরাত নামে একটা হোটেল আছে NCC ব্যাংক এর উপরে | সেখানে থাকতে পারেন অল্প টাকা খরচ করে |খাওয়া - দাওয়া ঃ
খাবারের মান ভালো নয় | প্রতিটা হোটেলেই আতপ চাল রান্না করে ;আপনি যদি খেতে না পারেন কষ্ট হবে এই আরকি | তরকারিতো এরা ( সিলেটী মহিলারা ) রান্নাই করতে পারেনা | বৈশাখী হোটেল আর ফাল্গুনী হোটেলে মোটামোটি মানের খাবার পাওয়া যায় |এই পর্বে আলোচনা করা হয়েছে মাধবকুণ্ড জলপ্রপাত কোথায়, madhabkunda eco park, madhabkunda waterfall sylhet, sylhet tourist place, sylhet tourist spot ও travel নিয়ে |
Madhabkunda Eco Park দেখার পাশাপাশি আরও কি কি দেখতে পারবেন ঃ
সবাই মারে এক ঢিলে দুই পাখি আর আপনি মারবেন এক ঢিলে পাঁচ পাখি |হাকালুকি হাওর
ডিমাই পাহাড়
ঝিরঝিরি ঝর্ণা
চা বাগান
বোবারথল পাহাড়
আপডেট হবে ............
0 comments:
Post a Comment