আপনার ভ্রমণ হোক নিরাপদ ও আনন্দময়

Thursday, September 13, 2018

আপনিও পেতে পারেন স্বপ্নের দেশ কানাডার স্থায়ী নাগরিকত্ব

Express entry canada citizenship : স্বপ্নের দেশ কানাডায় যেতে চান ? স্থায়ীভাবে বসবাস করতে চান কানাডায় ? আপনার ফ্যামিলির সকল সদস্য নিয়ে পাড়ি জমান কানাডায় - Express Entry এর মাধ্যমে ।

express entry canada citizenship
Canada

Express Entry কি ?

সারা পৃথিবী থেকে দক্ষ ও স্বাবলম্বী লোকজন কে কানাডায় নেওয়ার সরকারী স্কিমের নাম - Express Entry ।  এই প্রোগ্রামের মাধ্যমে আপনি কানাডার স্থায়ী নাগরিকত্ব পাবেন - যাকে বলা হয় Permanent Residence বা PR .    Express Entry স্কিমের আওতায় তিনটি ক্যাটাগরি রয়েছে -
Federal Skilled Worker
Federal Skilled Trades Program
Canadian Experience Class

আসুন জেনে নেই কোন ক্যাটাগরির জন্য কি কি নূন্যতম যোগ্যতা লাগে express entry canada citizenship পেতে 

Federal Skilled Worker হিসেবে কানাডায় যেতে কি কি যোগ্যতা থাকতে হবে ঃ

Express entry Canada citizenship Work Experience :

 যে পেশায় আপনি কানাডায় যেতে চান সে পেশায় বিগত ১০ বছরের মধ্যে ১৫৬০ ঘন্টার কাজের অবিজ্ঞতা থাকতে হবে । 
  • ফুল টাইম চাকরি একই কোম্পানিতে হলে -  প্রতি সপ্তাহে ৩০ঘন্টা করে ১২ মাসে ১৫৬০ ঘন্টা 
  • পার্ট টাইম চাকরি হলে - প্রতি সপ্তাহে ১৫ ঘন্টা করে ২৪ মাসে ১৫৬০ ঘন্টা 
  • ফুল টাইম চাকরি বিভিন্ন কোম্পানিতে হলে -  প্রতি সপ্তাহে ৩০ঘন্টা করে ১২ মাসে ১৫৬০ ঘন্টা 

(Express entry canada citizenship )পার্ট টাইম চাকরির ঘন্টা হিসেবের ব্যাখা ঃ 

  •  আপনি পার্ট টাইম চাকরিজীবী হিসেবে প্রতি সপ্তাহে ১৫ ঘন্টার বেশি অথবা কম দেখাতে পারবেন কিন্তু ৩০ ঘন্টার বেশি দেখাতে পারবেন না । 
  •  প্রতি সপ্তাহে  ১৫ ঘন্টা করে কাজ করলে ২৪ মাসে হবে ১৫৬০ ঘন্টা
  •  আপনি প্রতি সপ্তাহে  ২০ ঘন্টা করে কাজ করলে ১৮ মাসে হবে ১৫৬০ ঘন্টা 
  •  প্রতি সপ্তাহে  ১০ ঘন্টা করে কাজ করলে ৩৬ মাসে হবে ১৫৬০ ঘন্টা 
  • সোজা কথা আপনাকে মোট ১৫৬০ ঘণ্টার কাজের অভিজ্ঞতার প্রমান দিতে হবে 
ফুল টাইম চাকরিজীবীরা সপ্তাহে ৩০ ঘন্টার বেশি কর্ম ঘন্টা দেখাতে পারবেন না । ফুল টাইম ও পার্ট টাইম উভয়কেই কাজের বিপরীতে পেমেন্ট গ্রহনের প্রমান পত্র দেখাতে হবে । যারা বিনা বেতনে চাকরি করেন বা সেচ্ছাজীবী মানে Volunteer হিসেবে কাজ করেন তারা আবেদন করতে পারবেন না ।

(Express entry canada citizenship )Language Ability  ভাষার দক্ষতা ঃ

ফরাসি অথবা ইংরেজি এর যে কোন একটা খুব ভালো ভাবে জানতে হবে । আমরা বাংলাদেশী , ধরে নিলাম আমরা ফরাসি পারিনা  , ইংরেজি পারি ।
  • আপনি যে ইংরেজি খুব ভালো জানেন তার প্রমান স্বরূপ IELTS ( International English Language Testing System ) সার্টিফিকেট জমা দিতে হবে । 
  •  IELTS সার্টিফিকেট  এর মেয়াদ ২ বছর পর্যন্ত গ্রহন করা হয় ;  এই সার্টিফিকেট এর বয়স যদি দুই বছরে বেশি হয় তাহলে পুনরায় পরীক্ষা দিয়ে নতুন সার্টিফিকেট জমা দিতে হবে । 

 IELTS এর নূন্যতম রেজাল্ট যা লাগবে ঃ 

  • Writing                    4
  • Reading                   4
  • Listening                 5
  • Spoken                    5
  •  IELTS সার্টিফিকেট ধরন হতে হবে General 

Education  ( শিক্ষাগত যোগ্যতা ) ঃ 

যে কোন বিষয়ে ব্যাচেলর ডিগ্রি হলেই হবে । মাস্টার্স অথবা পিএইচডি থাকলে ভালো হয় । বাংলাদেশের সার্টিফিকেট সহ বিশ্বের কোন দেশের সার্টিফিকেট কানাডা গ্রহন করে না । কানাডা চাই তাদের দেশের সার্টিফিকেট । এখন আমরা তাদের দেশের সার্টিফিকেট পাব কি করে ? এজন্য কানাডা সরকার কয়েকটি স্বাধীন কোম্পানিকে বিদেশি সার্টিফিকেট কে কানাডার সার্টিফিকেটের মানে মূল্যায়ন করে রিপোর্ট দিতে নিয়োগ দিয়েছে । তারা যে রিপোর্ট দিবে সেটাকে বলা হয় Educational Credential Assessment সংক্ষেপে ECA । আপনার আবেদন পত্রে ECA রেজাল্ট এবং রেফারেন্স নাম্বার দিতে হবে । আপনার বাংলাদেশী সব সার্টিফিকেট ECA এর মাধ্যমে কানাডিয়ান সার্টিফিকেটে পরিনত হবে ।

যারা করতে পারবে আপনার ECA :

1. Designated Organizations
এই Designated Organizations এর অধীনে রয়েছে ৫ টি প্রতিষ্ঠান ।
 চিকিৎসক ও ফার্মাসিস্ট ব্যাতিত সবাই এই ৫ টি প্রতিষ্ঠানের যে কোন একটিতে একাউন্ট খুলে ECA করতে পারবেন । নরমাল ফি ২০০ কানাডিয়ান ডলার আর Express Fee ৪০০ কানাডিয়ান ডলার । কুরিয়ার ফি ৭৫ কানাডিয়ান ডলার । পেমেন্ট করতে পারবেন আন্তর্জাতিক ভিসা , মাস্টার ও আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ড দিয়ে । কোন ধরনের ডেবিট কার্ড গ্রহন করা হয় না ।
2. Designated Professional Bodies
এই Designated Professional Bodies এর অধীনে রয়েছে ২ টি প্রতিষ্ঠান ।

কিভাবে করবেন  ECA জানুন এখানে ক্লিক করে

Fund ( টাকা পয়সা কত থাকতে হবে ) ঃ

  • কানাডায় স্যাটেল্ট হওয়ার মত পর্যাপ্ত টাকা আপনার কাছে আছে তার প্রমান দিতে হবে । 
  • ধার বা হাওলাত করে ব্যাংক ব্যালেন্স দেখালে হবে না । 
  • আপনাকে প্রমান দিতে হবে - আপনার পরিবারের সকল সদস্যর ব্যয়ভার , আপনি বহন করতে পারবেন , কানাডায় চাকরি পাওয়ার আগ পর্যন্ত ।
  • আপনার পরিবারের অন্য কারুর ব্যাংক ব্যালেন্স , আপনার ব্যাংক ব্যালেন্স এর সাথে দেখাতে পারবেন - যদি আপনি তার একাউন্টে প্রবেশ করতে পারেন , লেনদেন করতে পারেন ।
  • আপনি যদি কানাডার কোন কোম্পানি অথবা প্রতিষ্ঠানের কাছ থেকে Job Offer পেয়ে থাকেন , তাহলে আপনাকে অল্প পরিমান ব্যাংক ব্যালেন্স দেখালেই হবে ।

Express entry canada citizenship পেতে কত টাকা দেখাতে হবে ঃ  

  • আপনি একা হলে - ১২,৪৭৫ কানাডিয়ান ডলার , বাংলাদেশী টাকায় হয় - ৭,৯৪,০৯২ টাকা 
  • দুজন হলে          - ১৫,৫৩১ কানাডিয়ান ডলার , বাংলাদেশী টাকায় হয় - ৯,৮৮,৬২১ টাকা 
  • তিন জন হলে     - ১৯,০৯৩  কানাডিয়ান ডলার , বাংলাদেশী টাকায় হয় - ১২,১৫,৩৫৯টাকা 
এভাবে অতিরিক্ত একজনের জন্য ৩৩৬১ কানাডিয়ান ডলার যোগ করে আপনার টাকার হিসাব বের করুন ।

 ব্যাংক ব্যালেন্স এর প্রমান স্বরূপ যা গ্রহণ করা হয় ঃ 

  • কারেন্ট একাউন্ট ব্যালেন্স 
  • সেভিং একাউন্ট ব্যালেন্স 
  • ফিক্সড ডিপোজিট এমাউন্ট 
  • ব্যাংকের হেড প্যাডে ( ইমেইল অ্যাড্রেস নাম ঠিকানা ও টেলিফোন থাকতে হবে  )কর্মকর্তার নাম ও সীলমোহর সহ স্বাক্ষর 
  • আপনার নাম 
  • একাউন্ট নাম্বার 
  • একাউন্ট খোলার তারিখ 
  • ক্রেডিট কার্ড এমাউন্ট ও লোন কর্তন করে ব্যালেন্স দেখাতে হবে ( যদি লোন থাকে ) 
  • বর্তমান ব্যালেন্স 
  • আপনার জমা দেওয়ার দিন থেকে বিগত ৬ মাসের গড় ব্যালেন্স বের করে দেখাতে হবে

 ব্যাংক ব্যালেন্স এর প্রমান স্বরূপ যা গ্রহণ করা হয় না   

  • আপনার ভিটে মাটি 
  • বন্দের জায়গা জমি 
  • হালের বলদ 
  • গাড়ি - ঘোড়া 
  • দোকান পাঠ ও মাল পত্র আপনার সম্পদ বা টাকা হিসাবে গ্রহণ করা হবে না 

কত কানাডিয়ান ডলার বহন করতে পারবেন ঃ 

১০,০০০ কানাডিয়ান ডলারের বেশি নিলে কাস্টমসে দেখিয়ে নিতে হবে । তানাহলে জরিমানা ও আপনার ফান্ড জব্দ করা হতে পারে ।

Age বয়স ঃ 

আপনার বয়স ১৮ থেকে ৪৬ বছর এর মধ্যে হতে হবে ।

Admissibility গ্রহনযোগ্যতা ঃ 

  • ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার প্রয়োজন হতে পারে ।
  • মানবতার জন্য আপনি ক্ষতিকর নন প্রমান দিতে হবে ।
  • কোন ধরনের জঙ্গিবাদ বা সন্ত্রাসি কর্মকাণ্ডের সাথে জড়িত থাকা দূরের কথা মনেও পোষণ করতে পারবেন না ।
  • এক কথায় আপনাকে আলিফের মত সোজা হতে হবে এবং এটা প্রমান করার জন্য Police clearness Certificate নিতে হবে । 
  • আপনি কোন প্রকারের মারাত্মক রোগে আক্রান্ত নন , এটা প্রমান করার জন্য কানাডিয়ান সরকার কর্তৃক নির্ধারিত চিকিৎসক ও ল্যাবে গিয়ে Medical Test করাতে হবে । 

এবার জেনে নিন Federal Skilled Worker ক্যাটাগরিতে পেশা কি কি আছে

  • রেস্তটুরেন্ট ম্যানাজার
  • সহকারি রেস্তটুরেন্ট ম্যানাজার
  • ফার্স্ট ফুড রেস্তটুরেন্ট ম্যানাজার
  • রেস্তটুরেন্ট ম্যানাজার ট্রেইনি
  • ডাক্তার
  • চিকিৎসকের অফিস সহকারী
  • ডিগ্রী ধারী নার্স
  • পারিবারিক চিকিৎসক
  • মেডিসিন বিশেষজ্ঞ
  • স্পেশালিষ্ট ডাক্তার যেমন - নাক কান গলা বিশেষজ্ঞ , হৃদরোগ বিশেষজ্ঞ
  • মেডিকেল বিশেষজ্ঞ
  • মেডিকেল মিশনারী
  • ডেন্টিস্ট 
  • ডেন্টিস্ট পাবলিক হেলথ 
  • পেডিয়াট্রিক ডেন্টিস্ট 
  • ডাটাবেজ স্থপতি
  • স্থপতি
  • কনসাল্টিং স্থপতি 
  • সেফ
  • কুক
  • সিসা কর্মকার
  • ইলেক্টিসিয়ান
  • ইন্ডাস্ট্রিয়াল ইলেক্টিসিয়ান
  • পাওয়ার সিস্টেম ইলেক্টিসিয়ান
  • ইলেকট্রিক ও টেলিকমিনিকেশন খাতের কনট্রাক্টর ও সুপারভাইজার 

Share:

0 comments:

Post a Comment

FACEBOOK LIKE BOX

Total Pageviews

Recent Posts

[3,recent-posts]