আপনার ভ্রমণ হোক নিরাপদ ও আনন্দময়

Saturday, September 8, 2018

hakaluki haor sylhet tourist spot Bangladesh

সিলেট ভ্রমণ

 hakaluki haor sylhet tourist spot  Bangladesh  : প্রাকৃতিক অপূর্ব  সৌন্দর্যের  লীলা ভূমি ,দুটি পাতা একটি কুড়ি , হযরত শাহজালাল (র:) ও শাহপরান (র:) এর পবিত্র জমিন , সবুজ চা বাগান পরিবেষ্টিত হাসন রাজা  আর বাউল সম্রাট শাহ আব্দুল করিমের পুণ্য ভূমি আমাদের প্রিয় সিলেটে আপনাকে স্বাগতম ।

 hakaluki haor sylhet tourist spot  Bangladesh 

 hakaluki haor sylhet tourist spot  Bangladesh

Sylhet tourist spot hakaluki haor  Bangladesh 


Tourist Spot Bangladesh এর সব চাইতে বেশি  tourist spot রয়েছে সিলেটে ।  সবাই বলে অনেক tourist spot  রয়েছে সিলেটে আর আমি বলি পুরো সিলেট এলাকাটায়  হচ্ছে - sylhet tourist spot  ।  সিলেটের পিকনিক স্পটের বর্ণনা পৃথক পৃথক ভাবে দেওয়া আমার পক্ষে সম্ভব নয় তবু লেখার সুবিধার্থে ও ভ্রমণ পিপাসীদের কথা মাথায় রেখে পর্ব আকারে সিলেট ভ্রমণ শিরোনামে লেখা শুরু করলাম ।  আমার লেখার কোথাও ভুল ভ্রান্তি পরিলক্ষিত হলে কমেন্ট করে জানিয়ে দিবেন আর আমার তথ্যর সাথে কোন প্রকারের গরমিল বা আপনাদের কাছে sylhet tourist spot সম্পর্কে নতুন কোন তথ্য থাকলে তা আমাকে ইমেইল করে বা কমেন্ট করে জানিয়ে দিবেন ।  আজকে আমি  sylhet tourist spot hakaluki haor নামে  দ্বিতীয়  পর্ব আপনাদের সামনে তুলে ধরলাম  ।

 hakaluki haor sylhet tourist spot  Bangladesh    হাকালুকি হাওর পর্ব ২ 

hakaluki haor tour
sylhet tourist spot hakaluki haor
হাকালুকি হাওর 

পরিচিতি ঃ 

এশিয়ার বৃহত্তম হাওর হাকালুকি হাওর | মৌলভীবাজার আর সিলেট জেলার পাঁচটি উপজেলা মধ্য হাকালুকি হাওর  বিস্তৃত | উপজেলা পাঁচটি হলো ঃ বড়লেখা , কুলাউড়া , ফেঞ্চুগঞ্জ , বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ | এশিয়ার বৃহত্তম মিঠা পানির জলাভূমি এই হাকালুকি হাওর  |

আয়তন ঃ

 মোট আয়তন   ১৮১১৫ হেক্টর , বিলের আয়তন ৪৪০০ হেক্টর  |

বিল ও নদী ঃ

 ছোট বড় মিলিয়ে ২৪০ টি বিল আর ১০ টি নদী নিয়ে বর্ষাকালে  হাকালুকি হাওর মিনি  বঙ্গপসাগর এর আকার ধারণ করে |

কয়েকটি বিলের নাম ঃ

চাতলা বিল , চৌকিয়া বিল , ডুলা বিল , ফুটি বিল , তুলার বিল , তেকুনি বিল ,  পাওল বিল , জুয়ালা বিল , বালিজুরি বিল ইত্যাদি ।

কোন উপজেলায় কত অংশ ঃ

বড়লেখা  ৪০% , কুলাউড়া ৩০%  , ফেঞ্চুগঞ্জ ১৫% , গোলাপগঞ্জ ১০%  ও  বিয়ানীবাজার ৫%  ।

কখন আসবেন ঃ 

বর্ষাকালে হাকালুকি হাওর অথৈ সাগরে পরিণত হয় | চার দিকে শুধু পানি আর পানি , ঢেউ আর ঢেউ | ইঞ্জিন চালিত নৌকায় ঘুরতে খুব ভাল লাগে ।

শীতকালে চারদিকে সবুজের সমারোহ আদিগন্ত অতিথি পাখির উড়া উড়ি | নিচে  অতিথি পাখিদের বিচরন দেখতে খুব ভাল লাগবে আপনার ।



কিভাবে আসবেন  

how to go hakaluki haor

সড়ক পথে  Hakakuki Haor এ আসার উপায় ঃ 

  খুব সহজ- আপনারা যদি দল বেঁধে বাস ,মাইক্রোবাস বা অন্য কোন বড় গাড়ী   নিয়ে সড়ক পথে আসেন | দু'ভাবে আসতে পারেন । 
১* ঢাকা থেকে মৌলভীবাজার এসে চাঁদনী ঘাট হয়ে রাজনগরের চা বাগান ( tea garden ) দেখতে দেখতে কুলাউড়া উপজেলা পার হয়ে জুড়ী উপজেলা মারিয়ে বড়লেখা বাজারে আসবেন । 
২*  ঢাকা থেকে সিলেট হয়ে গোলাপগঞ্জ উপজেলার গ্যাস ফিল্ড দেখতে দেখতে চোরখাই এসে সোজা পথ ধরে শেওলা ব্রিজ পার হয়ে ডানে মোড় নিয়ে বিয়ানীবাজার  পার হয়ে  বড়লেখা বাজারে আসবেন ।

আপনি যদি একা অথবা দু'একজন অথবা সিঙ্গেল ফ্যামিলি নিয়ে আসেন তাহলে রেল ,বাস , এয়ার এই তিন তিনটি  অথবা আরও  মেলা উপায়ে আসতে পারেন ।

রেল পথে Hakakuki Haor এ আসার উপায়ঃ 

ঢাকা কমলাপুর ,বিমানবন্দর অথবা টঙ্গী থেকে পারাবত , জয়ন্তিকা কালনি এক্সপ্রেক্স ট্রেনে চড়ে কুলাউড়া ষ্টেশনে নামবেন | একটা CNG ৪০০ - ৫০০ টাকায় রিজার্ভ করে বড়লেখা বাজারে আসবেন |
নোট ঃ সার্ভিস CNG ও পাওয়া যায় | জনপ্রতি ভাড়া ৭০ টাকা |

থাকবেন কোথায় ঃ 

বড়লেখায় ভালো মানের কোন আবাসিক হোটেল নেই | হোটেল আমিরাত নামে একটা হোটেল আছে NCC  ব্যাংক এর উপরে | সেখানে থাকতে পারেন অল্প টাকা খরচ করে |

খাওয়া - দাওয়া ঃ 

খাবারের মান ভালো নয় | প্রতিটা হোটেলেই আতপ চাল রান্না করে ;আপনি যদি খেতে না পারেন কষ্ট হবে এই আরকি |  তরকারিতো এরা ( সিলেটী মহিলারা ) রান্নাই করতে পারেনা | বৈশাখী হোটেল আর  ফাল্গুনী হোটেলে মোটামোটি মানের খাবার পাওয়া যায় |

এই পর্বে আলোচনা করা হয়েছে  হাকালুকি হাওর, hakaluki haor, hakaluki haor tour, how to go hakaluki haor ও  travel | 

আরও কি কি দেখতে পারবেন ঃ 

সবাই মারে এক ঢিলে দুই পাখি আর আপনি মারবেন এক ঢিলে পাঁচ পাখি 
মাধবকুণ্ড প্রাকৃতিক জল্প্রপাত
ডিমাই পাহাড়
ঝিরঝিরি ঝর্ণা
চা বাগান
বোবারথল পাহাড়

Share:

1 comment:

  1. Sylhet has some holy shrines which makes Sylhet craving place to the religious people. beat all it's one among the foremost desired travel destinations in Bangladesh.
    I found something
    Click Here

    ReplyDelete

FACEBOOK LIKE BOX

Total Pageviews

Recent Posts

[3,recent-posts]